ব্রাজিলে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ, হুমকির মুখে টিকাদান কার্যক্রম
ব্রাজিলে আশঙ্কাজনকহারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে দেশটির ডেঙ্গুর প্রতিষেধক টিকা প্রদান কার্যক্রম। দক্ষিণ আমেরিকার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ২০২৪ সালেই দেশটিতে ১০ লাখের বেশি ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু রোগীর সংখ্যা কমিয়ে আনার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই দেশটিতে।