ব্যাংকিং খাত শক্তিশালী করা এবং গ্রাহকদের আস্থা ফেরাতে কারিগরি সহায়তা দেবে বিশ্বব্যাংক। আজ (বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর) বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। এদিকে ব্যাংক খাতের বেহাত হওয়া সম্পদ উদ্ধারে ও বাংলাদেশ ব্যাংককে শক্তিশালী করতে ঋণ দিতে বিশ্বব্যাংক ইচ্ছুক বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা।