রাজনৈতিক ইন্ধন ও প্রশ্রয় বন্ধ না হলে ব্যাংক খাতের ঘুরে দাঁড়ানো সম্ভব নয়
৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ইসলামী ধারার ব্যাংকগুলোসহ তারল্য সংকটে পড়ে বেশ কয়েকটি ব্যাংক। যার প্রভাবে ২০২৪ সালের শেষে এসেও জর্জরিত হতে দেখা যায় ব্যাংক খাতকে। বিগত সরকার এ খাতের সমস্যাগুলো আমলে না নেয়াকেই দায়ী করছেন ব্যাংকাররা। আর গেল ১৫ বছরে রাজনৈতিক যে ইন্ধন ও প্রশ্রয় ছিল- তা বন্ধ না হলে ব্যাংকের ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলছেন বিশেষজ্ঞরা। তবে যে সংস্কার শুরু হয়েছে; তার প্রতিফলন চলতি বছরে দেখা যাবে বলে জানান অর্থনীতিবিদরা।