অর্থনৈতিক অস্থিরতার মাঝেও বেনাপোল কাস্টমসে রাজস্ব আদায় বেড়েছে
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে বেনাপোল কাস্টম হাউসে রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। গেল ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৬ মাসে যেখানে রাজস্ব আদায় হয়েছিল ২ হাজার ৭৭৭ কোটি টাকা এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২২২ কোটি টাকায়। যা, গত বছরের তুলনায় ৪৪৫ কোটি টাকা বেশি। তবে, চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে পূরণ হয়নি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। ১১৫ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। কাস্টমস ও বাণিজ্যিক সংশ্লিষ্টরা বলছেন, অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও রাজস্ব আদায়ের যে ধারাবাহিকতা রয়েছে তা অব্যাহত থাকলে বছর শেষে অর্জন করা সম্ভব হবে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা।