বেইজিং-ও-নয়াদিল্লি

ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার আশঙ্কাজনকহারে নিম্নমুখী

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার আশঙ্কাজনকহারে নিম্নমুখী হওয়ায়, সুদহার কমাতে কেন্দ্রীয় ব্যাংকের ওপর চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতি বিশেষজ্ঞরা। এরমধ্যে, নয়াদিল্লীর নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ইতিহাসের সর্বনিম্ন স্তরে পৌঁছানো। আসন্ন বাজেটে অনগ্রসর ও অনুন্নত খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি সরকারি ব্যয় নিয়ন্ত্রণে আনতে না পারলে ভারতের সামনে আরও দুর্দিন অপেক্ষা করছে- এমন ইঙ্গিতও দিচ্ছেন সংশ্লিষ্টরা।