জাপান, ভারতও জেনোফোবিক: বাইডেন
চীন ও রাশিয়া'র সঙ্গে মিলিয়ে বন্ধু দেশ জাপান ও ভারতকেও জেনোফোবিক আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটনে নির্বাচনি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে মিত্র দেশ দু'টি নিয়ে এমন বিতর্কিত মন্তব্য করেন তিনি। তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি টোকিও ও নয়াদিল্লি।