মনিপুরের মেইতে ও সংখ্যালঘু কুকিদের মধ্যে অস্থিরতা চলছে
শাটডাউনে থমথমে ভারতের মনিপুর। কোটা ব্যবস্থা ও বিশেষ অর্থনৈতিক সুবিধা নিয়ে দ্বন্দ্বের জেরে এক বছরের বেশি সময় ধরে অস্থিরতা চলছে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মেইতেই ও সংখ্যালঘু কুকিদের মধ্যে। সংঘাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে শত শত মানুষ, বাস্তুচ্যুত অর্ধলাখের বেশি। কুকি বিদ্রোহীদের সোমবারের হামলা এবং নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ১০ বিদ্রোহী নিহতের ঘটনায় নতুন করে অবনতি হয়েছে পরিস্থিতির।