বিশ্ব নদী দিবসে নেত্রকোণায় ব্যতিক্রমী আয়োজন
‘আমাদের নদী আমাদের জীবন’ প্রতিপাদ্যে এবার বিশ্ব নদী দিবস উপলক্ষে নেত্রকোণায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে মগড়া পাড়ে নদী রক্ষায় জন মতামত কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন নদীর নাম লেখা প্ল্যাকার্ড কার্ড নিয়ে শিশুরাও অংশ নিয়েছে। আজ (রোববার, ২৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের ভেতর দিয়ে প্রবাহিত মগড়া নদীর তীরে সাতপাই স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে জন-জমায়েতের এ আয়োজন করা হয়।