বিপাকে-কৃষকরা
চলনবিলে জলাবদ্ধতা ও কচুরিপানায় ধান রোপনে বিপাকে কৃষকরা
চলনবিলে কৃষকের লাভ খেয়ে নিলো কচুরিপানা। বিলম্ব বন্যার পানিতে স্রোত না থাকায় পুরো চলনবিল অঞ্চল জুড়ে জলাবদ্ধতার পাশাপাশি ছেয়ে গেছে কচুরিপানায়। মাসখানেক পর যে সব জমিতে বোরো ধান রোপণ করবেন কৃষকরা, সে জমিতে হাঁটু পানির পাশাপাশি কচুরিপানায় দিশেহারা তারা। এতে ধান রোপণের আগে জমি পরিষ্কার করতে বিঘা প্রতি ৬ থেকে ৭ হাজার টাকা বাড়তি খরচ করতে হচ্ছে তাদের। বোরো ধান চাষ করে যে লাভের আশা করছিলেন কৃষকরা, এখন লাভের গুড় পিঁপড়া খাওয়ার অবস্থা চলনবিল অঞ্চলের কৃষকদের।
বগুড়ায় ফসলি জমি বাড়লেও বীজ, সার ও কীটনাশকের খরচে বিপাকে কৃষক
হেমন্তে বগুড়ার যমুনা নদীতে জেগেছে চর। এতে নতুন ফসলি জমি বাড়লেও বীজ, সার ও কীটনাশকের খরচে বিপাকে কৃষকরা। এছাড়া পতিত রয়েছে বেশকিছু জমি। সঠিক পরিকল্পনার মাধ্যমে চরগুলোকে আবাদের আওতায় আনার আহ্বান চরাঞ্চলের চাষিদের।