নবায়নযোগ্য জ্বালানি, সামরিক প্রযুক্তি ও অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক
বাংলাদেশে অস্ত্র বিক্রির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, সামরিক প্রযুক্তি ও অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক। বাংলাদেশ সফরে আসা তুরস্কের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ৩৫ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় উপদেষ্টা বলেন, দুর্নীতি থাকায় ৩৭ লাখ টিসিবি কার্ড বাতিল করা হয়েছে। এছাড়া রমজানে বাজার স্বাভাবিক রাখতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।