তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
তীব্র তুষার ঝড়ে কাবু যুক্তরাজ্য। গোরেট্টি নামের ঝড়ে ঘণ্টায় ১৫৯ কিলোমিটার বেগে বাতাস, আর ভারী তুষারপাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন লাখো মানুষ। কিছু এলাকায় বিরল রেড অ্যালার্ট জারি। বন্ধ সাড়ে ৩ শ’র বেশি স্কুল। বিঘ্নিত যোগাযোগ ব্যবস্থা।