হাইকোর্ট প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় গণমাধ্যমকর্মীদের ওপর হামলা, মারধর ও ভাংচুরের ঘটনা ঘটেছে। তিন দশক আগে পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের পর এ ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিকরা জানান, মামলার রায়ের পর পরই হট্টগোলকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর হামলা চালায় ঈশ্বরদী থেকে আসা বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তারসহ বেশ কয়েকজন সংবাদকর্মী আহত হয়েছেন।