এক বছরে সড়কে দুর্ঘটনার পাশাপাশি আহত-নিহতের সংখ্যাও বেড়েছে
বিগত সরকারের আমলে সড়ক দুর্ঘটনায় হতাহতের প্রকৃত চিত্র তুলে ধরা যায়নি। বরং সংখ্যা কমাতে চাপ দেয়া হতো বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। ২০২৪ সালে সড়ক দুর্ঘটনার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। তাদের দেয়া তথ্যে গেল বছর ৬ হাজারের বেশি দুর্ঘটনায় সাড়ে আট হাজার মানুষ প্রাণ হারিয়েছে। আর আহত হয়েছে সাড়ে ১২ হাজার। বছর শেষে বেশ কয়েকটি দুর্ঘটনার কথা তুলে ধরে ঘন কুয়াশায় সড়কে স্পিড লাইট দেয়ার তাগিদ দেয় যাত্রী কল্যাণ সমিতি।