ইউরোপের একাধিক বিমানবন্দরে নজিরবিহীন সাইবার হামলা, বিলম্বিত কয়েকশ ফ্লাইট
নজিরবিহীন সাইবার হামলা হয়েছে লন্ডনের হিথরো, বেলজিয়ামের ব্রাসেলস ও জার্মানির বার্লিন এয়ারপোর্টসহ ইউরোপের বেশ কয়েকটি প্রধান বিমানবন্দরে। এতে বাতিল ও বিলম্বিত হয়েছে শত শত ফ্লাইট। চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। মূলত বিশ্বের অন্যতম বড় অ্যাভিয়েশন ও ডিফেন্স টেকনোলজি কোম্পানি কোলিন্স অ্যারোস্পেসে সাইবার হামলার কারণেই এ ঘটনা ঘটে।