দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কাণ্ডারি বেছে নিতে ২১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রস্তত হয়েছে শ্রীলঙ্কা। ৩৯ প্রার্থীর মধ্যে জন জরিপে সবচেয়ে এগিয়ে আছে বামপন্থী নেতা অরুনা কুমারা দিশানায়েকে। বর্তমান প্রেসিডেন্ট, প্রধান বিরোধী দলের নেতার পাশাপাশি নির্বাচনে লড়ছেন রাজাপাকসে পরিবারের সদস্যও। যদিও বিশ্লেষকরা বলছেন, দু'বছর আগের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করতে পারেনি প্রধান দলগুলো।