মিয়ানমার হাট থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত পার হয়ে ইয়াবা ট্যাবলেট আনতে যাওয়ার পথে ল্যান্ডমাইন বিস্ফোরণে ১ কিশোর আহত হয়েছে। তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয় ও ডান হাতে আঘাত পান। কিশোরের নাম সিরাজুল ইসলাম প্রকাশ ধলা পুতিয়া (১৪ )। সে সীমান্তের রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুরাপাড়ার ( মলাবিল) নুরুল ইসলামের ছেলে।