জয়েন্টের নীরব ঘাতক বাতের ব্যথা; কেন হয়, প্রতিকার কী?
আর্থ্রাইটিস বা বাতের ব্যথা একটি বহুল প্রচলিত শারীরিক সমস্যা, যা কেবল বয়স্কদের নয়, বরং যেকোনো বয়সের মানুষের জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। এই শব্দটি অস্থিসন্ধি বা জয়েন্টে প্রদাহ এবং ব্যথা-এর মতো বিভিন্ন অবস্থাকে বোঝায়। মূলত, 'আর্থ্রাইটিস' মানেই হলো 'জয়েন্টের প্রদাহ', যা হাঁটু, কোমর, হাত, ও মেরুদণ্ডসহ শরীরের যেকোনো অস্থিসন্ধিকে আক্রান্ত করতে পারে। সময়মতো এর লক্ষণ শনাক্ত ও চিকিৎসা না করা হলে তা ব্যক্তির চলন ক্ষমতাকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে।