বাজেট-পেশ

একাত্তর থেকে চব্বিশ; ৫৪ বছরের ৫৩ বাজেট

সাতশ কোটি টাকা  থেকে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট বাংলাদেশের গতীময়তার প্রামাণ্য দলিল। স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের প্রথম বাজেট। স্বাধীনতার ৫৪ বছর চলছে বাংলাদেশের। এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে ৫৩টি অর্থবছরের বাজেটে সবচেয়ে বেশিবার নেতৃত্ব দিয়েছেন এম সাইফুর রহমান ও আবুল মাল আব্দুল মুহিত। তারা দুজনেই একই আসন (সিলেট-১) থেকে ভিন্ন সময়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ও ১২টি করে বাজেট পেশ করেছেন। যদিও স্বাধীনতার আগে মুজিবনগর সরকারের সময় আরও একটি বাজেট ঘোষণা দেয়া হয়েছিল।

বাজেটের আকার হতে পারে প্রায় ৮ লাখ কোটি টাকা

টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ সরকারের বর্তমানে সংসদের প্রথম বাজেট ঘোষণা হতে যাচ্ছে আজ। সব মিলিয়ে বাংলাদেশের ৫৩তম এই বাজেটের আকার ধরা হতে পারে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও রাজস্ব বাড়ানোকেই মূল লক্ষ্য ধরে বাজেট বাস্তবায়নের দিকে এগোবে সরকার। তবে অর্থনীতিবিদরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির এই বাজারে নিম্নআয়ের মানুষকে স্বস্তি দিতে সামাজিক নিরাপত্তার আওতা বাড়াতে হবে। নজর দিতে হবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে।