জীবনের বড় একটা সময় তাদের কাটছে উটের খামারে
মধ্যপ্রাচ্যে উটের দৌড় প্রতিযোগিতা বা উটের জকির কথা কম-বেশি সবারই জানা। তবে তপ্ত মরুর বুক কিংবা কনকনে শীতে কীভাবে বেড়ে উঠছে মরুর জাহাজ খ্যাত এ প্রাণী, সেই গল্প অনেকেরই অজানা। যার সঙ্গে জড়িয়ে আছে পরিবারের সচ্ছলতা এবং দেশের অর্থনীতির চাকা সচলে বিদেশে পারি জমানো অনেক বাংলাদেশির গল্পও।