কাঠমান্ডু দূতাবাসে ‘বাংলাদেশ ফিস ফেস্টিভাল-২০২৫’ অনুষ্ঠিত
কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাসে ‘বাংলাদেশ ফিস ফেস্টিভাল ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার, ২৮ নভেম্বর) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কাঠমান্ডুস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/মিশন প্রধান ও কূটনীতিক, নেপাল সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী নেতা, থিংক ট্যাংক, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমের সদস্যসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন। ফিস ফেস্টিভালের গেস্ট অব অনার ছিলেন নেপালের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কৃষ্ণ প্রসাদ ধাকাল।