নানা আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হয়েছে ৫৪তম মহান বিজয় দিবস। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও কাতারে দিনব্যাপী বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। ইতালিতে দূতাবাসের আলোচনা সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রবাসীরা। দেশাত্মবোধক গানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে মালয়েশিয়া প্রবাসীরা স্মরণ করেছেন বিশেষ এই দিনটিকে।