কর্মক্ষেত্রের চাপে ভারতে কর্মীদের মানসিক স্বাস্থ্যের অবনতি
প্রভাব পড়ছে পারিবারিক জীবনেও
একবিংশ শতাব্দীতে এসেও কাজের চাপ ও বসের নির্যাতনে চাকরিজীবীদের চোখে পানি। করপোরেট কালচার যেন রূপ নিয়েছে মধ্যযুগীয় ক্রীতদাস প্রথায়। অনেকে বেছে নিচ্ছেন আত্মহননের পথও। বিশেষজ্ঞদের মতে, কর্মক্ষেত্রের চাপে অবনতি ঘটছে কর্মীদের মানসিক স্বাস্থ্যের। যার প্রভাব পড়ছে তাদের পারিবারিক জীবনেও।