প্রেম, সংগ্রাম, দ্রোহ কিংবা অনুপ্রেরণা সব ক্ষেত্রেই বসন্তের নিবিড় প্রাসঙ্গিকতা। এক ফাল্গুনে ছিনিয়ে আনা মাতৃভাষার বিজয় যেমন এ জাতির গৌরবের পান্ডুলিপী তেমনি আবহমান কাল থেকেই বাসন্তী ফসল ঘরে তুলে চৈত্রেই কৃষকরা চুকান পুরাতন হিসেব। তবে প্রকৃতির আচরনগত পরিবর্তনে ক্রমশ পানসে হচ্ছে বাংলার বসন্ত। দেশের রাজনীতিতে বহুপক্ষীয় মতামতের সম্মিলন এ বসন্তকে আলাদাভাবে গুরুত্বপূর্ণ করলেও, সে বসন্ত কতটা রঙ্গিন?