জলবায়ু পরিবর্তনে দুর্যোগে রূপ নিয়েছে বরেন্দ্র শহর; ভারসাম্য রক্ষায় তালগাছ রোপণ
পথ হারিয়েছে ঋতুচক্র। বর্ষার জল গুলিয়েছে শরৎ হেমন্ত আর শীতের ঘর। আকাশ জুড়ে মেঘেদের তর্জন-গর্জনে রীতিমত দুর্যোগে রূপ পেয়েছে খটখটে শুষ্ক বরেন্দ্র শহর। জলবায়ু পরিবর্তনের কারণে বজ্রপাতের ঝুঁকি বেড়েছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে। এমন অবস্থায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জেলার বরেন্দ্র এলাকায় রোপণ করা হচ্ছে এক লাখ তালের গাছ।