বরগুনার তালতলীর ১৩টি পাড়ায় এখনো ভোর হয় হস্তচালিত তাঁতের খটখট শব্দে। সেখানকার অনেক রাখাইন নারী এ শিল্পের ওপর নির্ভরশীল হলেও নানা প্রতিবন্ধকতায় আলোর মুখ দেখছে না রাখাইনদের তাঁতবস্ত্র।