টাঙ্গাইলে ৬ দিন ধরে নিখোঁজ বনকর্মী লাল চাঁন: পরিবারে উদ্বেগ, রহস্যময় আচরণে সংশয়
টাঙ্গাইলে ৬ দিন ধরে নিখোঁজ মধুপুর জাতীয় উদ্যান রেঞ্জে কর্মরত বনকর্মী লাল চাঁন। নিখোঁজের পর পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধির কাছে লাল চাঁনের সরকারি অর্থ আত্মসাৎ করে পালিয়ে যাওয়ায় অভিযোগ করলেও এখন অস্বীকার করছে কর্তৃপক্ষ। আর নিখোঁজের পর থেকে কর্তৃপক্ষের রহস্যময় আচরণে উদ্বিগ্ন পরিবার। জীবিত ফিরে পাওয়ার আকুতি তাদের।