৭ কলেজ নিয়ে নতুন বিতর্ক: প্রস্তাবিত কাঠামোয় হুমকিতে নারী শিক্ষা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে একটি অধ্যাদেশের খসড়া প্রকাশের পর নতুন বিতর্কের মুখে পড়েছে ৭ কলেজের শিক্ষা কার্যক্রম। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ঢাকা কলেজে ভর্তি হতে পারবে নারী শিক্ষার্থীরা, আর ইডেন ও বদরুন্নেসা কলেজে পড়তে পারবে পুরুষ শিক্ষার্থীরা। ছাত্রদের পর আন্দোলনে নামা শিক্ষকরা বলছেন, প্রস্তাবিত কাঠামোতে বিশ্ববিদ্যালয় হলে ইডেন ও বদরুন্নেসা কলেজের স্বতন্ত্র কাঠামো বিলুপ্তির পাশাপাশি হুমকির মুখে পড়বে নারী শিক্ষা।