৬ দিনে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৮০ লাখ ডলার
চলতি মাসের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৫০ কোটি ডলার। এর মধ্যে ১৯ থেকে ২৪ জুলাই ৬ দিনে এসেছে ৭ কোটি ৮০ লাখ ডলার। যেখানে প্রথম ১৮ দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় আসে ৭ কোটি ৯০ লাখ ডলার করে। গড়ে এ আয় কমে আসায় এখনই চিন্তার কোনো কারণ নেই বলে জানান ব্যাংকাররা। তবে আগামী দিনে রেমিট্যান্স প্রবাহ কমে গেলে এ বিষয়ে ভাবতে হবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।