ফুল-উৎসব
ফৌজরদারহাট সাগরপাড়ে শুরু হয়েছে ফুল উৎসব
চারপাশে হিমেল হাওয়ায় দুলছে লক্ষাধিক দেশি-বিদেশী ফুল। শহুরে ক্লান্তি ভুলতে ফৌজরদারহাট সাগরপাড়ে দুবাই মিরকল গার্ডেনের আদলে এমন জায়গা তৈরি করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আজ (শনিবার, ৪ জানুয়ারি) থেকে সেখানে শুরু হয়েছে মাসব্যাপি ব্যতিক্রমী ফুল উৎসব।
দেশি-বিদেশি লাখো ফুলের স্বর্গরাজ্য ডিসি পার্ক
চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্ক মাসব্যাপী ফুল উৎসবে হয়ে উঠেছে দেশি-বিদেশি লাখো ফুলের স্বর্গরাজ্য। আর সে ফুলেই নিজেকে রাঙিয়ে তুলছেন দর্শনার্থী।