টাইফুনের প্রভাবে ফিলিপাইন্সের ম্যানিলায় বন্যা
টাইফুন গায়েমি আর মৌসুমি বৃষ্টিপাতের কারণে ফিলিপাইন্সের ম্যানিলায় বন্যা দেখা দিয়েছে। শহরটিতে পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বসতবাড়ি আর যানবাহন। ক্যাটাগরি ফোরের হারিকেনের কাছাকাছি শক্তিশালী এই টাইফুন অগ্রসর হচ্ছে তাইওয়ানের দিকে।