ফিফা আন্তঃমহাদেশীয় কাপে শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। চোট থেকে সেড়ে উঠা এমবাপে করেন এক গোল। বার বাকি দুই গোল করেন রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র। এই ম্যাচে কোচ হিসেবে অনন্য এক কীর্তি গড়েন কার্লো আনচেলত্তি।