নির্দিষ্ট মৌসুম ছাড়াই দাবানলের প্রকোপ, উষ্ণতা ও খরায় জর্জরিত ক্যালিফোর্নিয়া
লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক দাবানলের সূত্রপাত খুঁজতে উঠেপড়ে লেগেছে সবাই। তবে পরিবেশ বিজ্ঞানীদের অনেকেই জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন। একই সুরে শহরের গভর্নর বলছেন ক্যালিফোর্নিয়ায় এখন দাবানলের নির্দিষ্ট কোনো মৌসুম নেই। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি ও খরার জন্য ভয়াবহ দাবানলের ঘটনা বার বার ঘটছে বলে জানান বিশেষজ্ঞরা। তবে প্রতিটি ক্ষেত্রে মনুষ্য সৃষ্ট কারণগুলোকে সামনে আনছেন সবাই।