ফ্রান্সে অনিয়মিতদের বৈধতার শর্ত কঠিন করায় উদ্বেগ-উৎকণ্ঠায় হাজারো বাংলাদেশি
অনিয়মিত অভিবাসীদের বৈধ করার প্রক্রিয়া আরো কঠোর করেছে ফ্রান্স। গেল ২৩ জানুয়ারি ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী অভিবাসন সংক্রান্ত নতুন সার্কুলার ইস্যুর পর চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন পার করছেন স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার অপেক্ষায় থাকা হাজার হাজার বাংলাদেশি। নতুন আইনে বলা হয়েছে- বিশেষ বিবেচনায় বৈধতার ক্ষেত্রে বসবাসের সময় ও শর্ত বৃদ্ধির পাশাপাশি যোগ হয়েছে ফরাসি ভাষার দক্ষতা অর্জন।