রিকশা-বাস মাঝরাস্তায় আটকে; পানিতে হাঁটছে নগরবাসী (ফটোস্টোরি)
রাতভর টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। কোথাও জমেছে হাঁটুসমান পানি, আবার কোথাও রিকশা ও বাস আটকে পড়েছে মাঝরাস্তায়। ফলে নগরবাসীকে বাধ্য হয়ে হাঁটতে হচ্ছে পানির ভেতর দিয়েই গন্তব্যে পৌঁছাতে। টানা বৃষ্টিতে ঢাকার সড়ক যেন পরিণত হয়েছে জলাবদ্ধতায় ভরা এক দুর্ভোগের নগরীতে। আজ (বুধবার, ১ অক্টোবর) সকালে ছবিগুলো তোলা হয়েছে মানিক মিয়া এভিনিউ, ধানমন্ডি-২৭, গ্রিন রোড ও নিউ মার্কেট এলাকা থেকে।