প্রিন্টিং-প্রেস

২০২৫ শিক্ষাবর্ষের মাত্র ১৫ শতাংশ পাঠ্যবই মাঠ পর্যায়ে পৌঁছেছে

নানা চ্যালেঞ্জ আর অনিশ্চয়তার মধ্যে, আসছে বছরের শুরুর দিন বিতরণ শুরু হলেও, সবার হাতে পৌঁছাবে না সব বই। প্রথম দিন সব বই পাবেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা। অন্য শ্রেণির শিক্ষার্থীরা পাবে বাংলা, ইংরেজি, ও গণিত। তবে এখন পর্যন্ত ২০২৫ শিক্ষাবর্ষের ১৫ শতাংশ বিনামূল্যের পাঠ্যবই মাঠ পর্যায়ে পৌঁছেছে। সব বই ২০ জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে যাবে বলে প্রত্যাশা এনসিটিবি'র। আর প্রিন্টিং প্রেস মালিকরা বলছে, জানুয়ারি নয়, সব বই মাঠ পর্যায়ে পৌঁছাবে ফেব্রুয়ারির মধ্যে। তবে বিগত সময়ে নিম্নমানের বইয়ে সারাদেশ সয়লাব থাকলেও এবার মানসম্মত বই মুদ্রণ হতে দেখা যাচ্ছে প্রিন্টিং প্রেসগুলোতে।