আহত কুকুর-বিড়ালকে আশ্রয়-সেবা দেয়াই যার কাজ
রাস্তা থেকে ৪ শতাধিক আহত কুকুর-বিড়াল কুড়িয়ে এনে নিজ বাড়িতে আশ্রয় দিয়ে মানবিকতার অনন্য নজির তৈরি করেছেন তিউনিশিয়ার নারী হুদা বাউছাদা। স্থায়ী কোন চাকরি না থাকলেও বিভিন্ন জায়গা থেকে আর্থিক সাহায্য সংগ্রহ করে চালাচ্ছেন এসব প্রাণীদের খাবার ও চিকিৎসা খরচ। এর জন্য পরিবার ও স্বজনদের কটু কথা শুনলেও থেমে থাকেননি ৪২ বছর বয়সী এই নারী।