রাজধানীতে ঈদের ছুটি মানেই বিনোদনকেন্দ্রে ভিড়। এই আনন্দ উদযাপনে এই যান্ত্রিক নগরীর শিশু কিশোরদের প্রিয় জায়গা মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। বাবা-মা বা অভিভাবকদের হাত ধরে উপভোগ করছেন হরেক প্রজাতির প্রাণির সঙ্গ। তবে চিড়িয়াখানাকে আরও দর্শনার্থী বান্ধব করার দাবি সবার।