টঙ্গীতে ফ্ল্যাট থেকে বাক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার
গাজীপুরের টঙ্গীতে ফ্ল্যাট বাসা থেক হাত-পা ও মুখ বাঁধা এক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার, ১৯ মে) বেলা সাড়ে ১২টার দিকে টঙ্গীর গাজীবাড়ি পুকুরপাড় এলাকার গোলাম মোস্তফার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।