মেইল ট্রেনের অভাবে ধুঁকছে নোয়াখালীর ডাকঘরগুলো। সময়মতো ডাক না আসায় অলস সময় কাটছে কর্মকর্তা-কর্মচারীদের। নির্ধারিত সময়ে চিঠি কিংবা নথি না পাওয়ায় ভোগান্তি বেড়েছে গ্রাহকদের।