বগুড়ায় গরমে কমছে মাছের পোনা উৎপাদন
টানা তাপপ্রবাহের কবলে টান পড়েছে মাছের পোনা উৎপাদনে। আবার বৃষ্টি না থাকায় বেচাকেনাও কম। এরমধ্যে খাদ্য আর ওষুধের লাগামহীন বাজার ক্রমশ দুশ্চিন্তার ভাঁজ ফেলছে পোনা চাষিদের কপালে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হবার শঙ্কা আছে বগুড়ার শতকোটি টাকার বাজারে।