স্বেচ্ছায় নিখোঁজ ছিলেন টঙ্গীর খতিব মুহিবুল্লাহ, আদালতে জবানবন্দি
স্বেচ্ছায় নিখোঁজ হওয়ার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গাজীপুরের টঙ্গীর আলোচিত খতিব ও পেশ ইমাম মো. মুহিবুল্লাহ মিয়াজী। আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচার যুবায়ের রশীদের নিকট তিনি জবানবন্দি দেন। পরে বিচারক তাকে পুলিশের মাধ্যমে পরিবারের জিম্মায় দেয়ার নির্দেশ দেন।