রুশ বাহিনীকে ব্যস্ত রাখতে নতুন কৌশলে ইউক্রেন
ইউক্রেনের কিয়েভ ও সুমি অঞ্চলে অভিযান জোরদার করেছে রাশিয়া। এরমধ্যেই আন্তর্জাতিক সম্প্রদায়কে অবাক করে দিয়ে রুশ ভূখণ্ডে ঢুকে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলা-পাল্টা হামলায় রাশিয়ার সীমান্ত অঞ্চলটি এখনও উত্তপ্ত। আড়াই বছর ধরে রুশ অভিযান মোকাবিলায় হিমশিম খেলেও, চলতি আগস্টে এসে এই অগ্রগতিকে ইউক্রেনের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন, বিশ্লেষকরা। ধারণা করছেন, নিজ ভূখণ্ড রক্ষায় রুশ বাহিনীকে ব্যস্ত রাখতেই নতুন এই কৌশলে এগোচ্ছে ইউক্রেন।