পাম অয়েলের সঙ্গে বেড়েছে ইন্দোনেশিয়ার জৈব জ্বালানি সম্প্রসারণ প্রকল্পের খরচ
আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে জৈব জ্বালানির মিশ্রণে পাম অয়েল ব্যবহারের পরিমাণ ৩৫ শতাংশ থেকে ৪০ শতাংশে উন্নীত করছে ইন্দোনেশিয়া। তবে পাম অয়েলের দাম বেড়ে যাওয়ায় দেশটির এ সিদ্ধান্ত ভোক্তা, খুচরা বিক্রেতা এবং পাম অয়েলের উৎপাদকদের ব্যয় বাড়াতে প্রভাব রাখবে বলে মনে করছেন দেশটি জ্বালানি বিশেষজ্ঞরা। ফ্রি মালয়েশিয়া টুডে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।