সিন্ধু চুক্তি স্থগিতের মধ্য দিয়ে ভারত পানিযুদ্ধ শুরু করেছে!
জম্মু-কাশ্মীর ইস্যুতে ধীরে ধীরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে ভারত, ভয় পাচ্ছে না পাকিস্তানও। নয়াদিল্লি একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করায় ক্ষোভে ফুঁসছে ইসলামাবাদ। এরমধ্য দিয়ে ভারত পানি যুদ্ধ শুরু করেছে বলে মনে করছে পাক সরকার ও সাধারণ মানুষ। যা ভারতে পূর্ব পরিকল্পিত বলে অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন পাকিস্তানের জনগণ। এছাড়া পাকিস্তান সিমলা শান্তি চুক্তি বাতিল করায় যুদ্ধের শঙ্কা প্রকট হচ্ছে বলে মনে করছেন অনেকে।