কুয়াকাটায় বিশ্বের সপ্তম ও এশিয়ার প্রথম পানি জাদুঘরে রয়েছে ৯০টি নদীর পানির নমুনা, ৭০০ বই, বিলুপ্তপ্রায় মাছ ধরার উপকরণ ও স্থানীয় নদীগুলোর তথ্যসহ অনেক কিছু। এটা দেখতে আগ্রহ আছে বিদেশি পর্যটকদের, তবে আগ্রহ কম দেশের দর্শনার্থীদের। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতায় পানি জাদুঘর আরো বড় পরিসরে গড়ে তোলা প্রয়োজন।