যশোরের খেজুরের রস ও গুড়ের বাণিজ্য শীতের মৌসুমে ছাড়াবে ১০০ কোটি টাকা
যশোরের খেজুরের রসের খ্যাতি দেশজোড়া। তাই, শীতের আগমনের সঙ্গেই ব্যস্ততা বাড়ে গাছিদের। গাছ তোলা, হাঁড়ি প্রস্তুতসহ নানা কর্মযজ্ঞে যেন দম ফেলার ফুরসত নেই তাদের। চলতি মৌসুমে রস ও গুড় থেকে জেলায় বাণিজ্য হবে একশো কোটি টাকার বেশি।