
সেনাপ্রধানকে ইমরান খানের খোলা চিঠি
কারাগারে দুর্ব্যবহার ও রাজনৈতিক ব্যবস্থায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আবারো পাকিস্তানের সেনাপ্রধানের কাছে খোলা চিঠি দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। অভিযোগ করেন, পাকিস্তানের সেনাবাহিনী ক্ষমতা প্রদর্শনে সংবিধানিক সীমাবদ্ধতার তোয়াক্কা করছে না। এছাড়া, জনগণ ও সেনাবাহিনীর মধ্যে বিভাজন কমাতে সেনাপ্রধানের প্রতি আহ্বান জানান কারাবন্দি এ নেতা। এদিকে, ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচনের একবছর পূর্ণ হওয়ায়, এ দিনটিকে 'কালো দিবস' হিসেবে উল্লেখ করে সমাবেশ করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কর্মী-সমর্থকরা।

ইমরান খানের সঙ্গে কারাগারে দেখা করেছেন পিটিআইয়ের শীর্ষ নেতারা
ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল গোটা পাকিস্তান। পিটিআই কর্মীদের আন্দোলনকে বেআইনি বলে রায় দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। পুলিশের কাঁদানে গ্যাস ও ব্যারিকেড দিয়েও থামানো যাচ্ছে না বিক্ষোভ। এরইমধ্যে ইমরানের সঙ্গে কারাগারে দেখা করেছেন পিটিআই শীর্ষ নেতারা। বুশরা বিবির নেতৃত্বে রাজধানী ইসলামাবাদে কাছে চলে এসেছে বিক্ষোভ মিছিলটি।