একুশ শতকের স্বৈরশাসকদের পতনের ইতিহাস
যখন সমাজের একটি বড় অংশের মানুষ মৌলিক চাহিদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়, তখন তারা সরকার বা শাসকের প্রতি অসন্তোষ প্রকাশ করে। এই জমতে থাকা অসন্তোষ একসময় রূপ নেয় গণ-আন্দোলনে। সাধারণ জনগণের এই সংগ্রামের চূড়ান্ত পরিণতি গণঅভ্যুত্থান। যুগে যুগে এই গণঅভ্যুত্থানের মুখে পরাজয় বরণ করেছে শাসক ও শোষকেরা। কিন্তু এরপর কী ঘটেছে এসব দেশের ভাগ্যে? ২১ শতকে বিশ্বজুড়ে ঘটে যাওয়া কিছু গণঅভ্যুত্থানের কথাই জানাবো এবার।