আন্তর্জাতিক বাজারে ধারাবাহিকভাবে কমেছে চিনির দাম
আন্তর্জাতিক বাজারে ধারাবাহিকভাবে কমেছে চিনির দাম। পর্যাপ্ত উৎপাদন ও অনুকূল আবহাওয়ায় সরবরাহ বেড়েছে পণ্যটির। গেলো ছয় মাসে পণ্যটির দাম কমেছে প্রায় ১শ’ ৬৫ ডলার। অর্থাৎ প্রায় ২৪ শতাংশ কমেছে পণ্যটির দাম। কিন্তু দেশের বাজারে কমেছে মাত্র ১৩ শতাংশ। এ অবস্থায় দেশের ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে চিনি বিক্রি হচ্ছে ১শ’ ১৯ টাকায়। আর খুচরায় বিক্রি হচ্ছে ১শ' ২৫ থেকে ১শ’ ৩০ টাকায়।