পরিষ্কার-পরিচ্ছন্নতা-কার্যক্রমের-উদ্বোধন

লোক দেখানো কাজ নয়, জনগণের সেবায় কাজ করতে হবে: মেয়র শাহাদাত

বন্দর নগরীর চট্টগ্রামে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে নামে বেনামে জনবল নিয়োগের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেন। সেই অভিযোগেরই যেন প্রাথমিক সত্যতা মিললো আজ। দায়িত্ব নেয়ার পর আজ কালামিয়া বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনের প্রথম দিনেই প্রায় ৪০ শতাংশ পরিচ্ছন্নতা কর্মী অনুপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে মেয়র বলছেন, লোক দেখানো কাজ নয়, বরং জনগণের সেবায় কাজ করতে হবে করপোরেশনকে।